বাঁকা চোখে চেয়ে চেয়ে দেখে নিল ললনা
চাহনির আড়ালেতে ছিল কোনো ছলনা
চোখে চোখে চেয়ে দেখা ভয়ে সেটা হলো না
নিজ পথে চলে গেলো বুঝা কিছু গেল না।
কৌতূহলী মন মাঝে কি হলো তা জানি না
চাহনিতে কি যে ছিল কেন যেন বুঝি না
দূর হতে দূরে গেল রেখে গেল ভাবনা
ভেবে ভেবে মরি যত জানি দেখা পাব না।
মনে মনে চেয়ে দেখি যাদুময় চোখটি
টোল পড়া মন ভোলা মায়া ভরা মুখটি
চুপিসারে ভালো লাগা ছিমছাম মেয়েটি
মন মাঝে গেঁথে গেল সুরভিত দোপাটি।
দূরে গেলে হুঁশ হলো মন কিছু হারালো
সাথে সাথে ছুটে যেয়ে কতো তারে খুঁজলো
সুতো কাটা ঘুড়ি যেন সে তো নাহি জানলো
যেথা থাক ভালো থাক মনে মনে ভাবলো।
দেখা সেই মেয়েটিকে ভুলে যেতে চেয়েছি
খোঁজাখুঁজি বাদ দিয়ে হাল ছেড়ে দিয়েছি
পার হয় দিন রাত ভাগ্য মেনে নিয়েছি
ভালোলাগা রেশটুকু মন মাঝে রেখেছি।
৪+৪+৪+৩ মাত্রায়