তারায় ঘেরা মায়ায় ভরা দেশটি মায়ের মত
দুঃখ সুখের ভিতর দিয়ে পার হয় দিন কত।
পাখিদের গান তৃপ্ত প্রাণ কোলাহল ভরা গ্রামে
সোনালি ধানে প্রফুল্ল প্রাণে দিগন্তে নজর থামে।
খুশির বানে কিষাণি জানে অভাবের দিন শেষ
ধানের আঁটি আনবে ক-টি উঠানে লাগবে বেশ।
ক্ষুধার কষ্ট হবে বিনষ্ট জঠর প্রদাহ মিটে
খুশিতে ভরা চোখের তারা কিষাণির ছোট ভিটে।
কষ্টের মূল্যে সর্ব সাকুল্যে ছিল কিছু জমি তার
অভাবী লগ্নে সোনার ধানে সুখ গোলা ভরাবার।
ভিটে মাটিতে তৃপ্ত খুশিতে সোনালী দিনের স্বপ্ন
মায়ের মত দুর্দিনে কত যোগায় ক্ষুধার অন্ন।
চাঁদনি রাতে খুশির সাথে কিষাণ কিষাণি ঘুরে
উঠানে বসে দুজনে হাসে অভাব গিয়েছে দূরে।
ওরা দেখুক অল্পতে সুখ এইতো সোনার দেশ
মাটির সাথে হৃদ্যতা তাতে অল্পে সুখের আবেশ।
৮/৫-২০২০ সুইডেন