সাথি যদি হয় এই রাতে
দূর অজানায় একসাথে,
তারার মেলায়
মেঘের ভেলায়
মন প্রাণ জুড়াবে মৌতাতে।
হারিয়ে যাবো সাথির সাথে
মনের মিলের অপেক্ষাতে,
পলক বিহীন
ঝলক কালীন
মনের কথা হবে অজ্ঞাতে।
চাঁদের আলো দিশারী রবে
তারার সাথে মিতালী হবে,
নিসর্গে থাকার
হারিয়ে যাবার
ঘটনা গুলো দেখবে সবে।
সাথি হয়ে রবে সাথে সাথে
ভয় পাবো না রাত বিরাতে,
প্রকৃতির ধারে
জীবনের ভারে
দুরে যেওনা যেন অজ্ঞাতে।