বাসন্তী মধুর বায়
পরাণে দোলা দিয়ে যায়
চকিত চঞ্চলা ধামিনি
হিমেল শীতল যামিনী
কুয়াশা ভেজা দুটি পায়।
পলাশ শিমুল রাঙা
সুপ্ত প্রাণ চাঞ্চল্যে চাঙা
পুষ্পিত পুষ্পে ভরপুর
দিগন্ত জোড়া সুমধুর
মিঠে রোদ আকাশ ভাঙ্গা।
পক্ষী কুলে গুঞ্জরণ
সুপ্ত শীতল পরশন
সুললিত স্বর্গীয় তৃপ্তি
চিত্তহারী উজ্জ্বল দীপ্তি
লোমহর্ষক শিহরণ।
জনম জনম তরে
বাসন্তী সুখ ঘরে ঘরে
আনন্দ উল্লাস অন্তরে
প্রফুল্লতার অবসরে
দুর্যোগ অবরে-সবরে।
বলে যেন ঘুরে ঘুরে
বাসন্তী রঞ্জিত আবিরে
সহর্ষে উল্লাস সানন্দে
বসন্ত শুরুর আনন্দে
হৃদয় ভেজানো সমীরে।