সোনা ঝরা কিরণের আলতো ছোঁয়াতে
মধুরতা মেখে নিয়ে ভোরের বেলাতে।
রোদের কিরণে ভিজে হলো রৌদ্র স্নান
চিরদিন মেখে যাবো হবে না-তো ম্লান।
মনের আদলে তৃপ্ত উজ্জ্বলতায় দীপ্ত
দিনের শুরুতে শুভ্র রোদেতে প্রলিপ্ত।
প্রাণে নির্মলতা দানে বাঁধা হীন মন
ত্রিভুবনের অর্জন প্রভাতী হিরণ।
সোনা ঝরা মোলায়েম রোদের কিরণ
রোদেলা প্রভাতে লাগা মনে শিহরণ।
রৌদ্র আবরণে ঢাকা প্রকৃতি বিশাল
দিগন্ত বিস্তৃত মহা আলোর মশাল।
হিম হিম ভোর বেলা তাপের প্রভাব
আলোকিত ঝলমলে সূর্যের স্বভাব।
উত্তাপে নিষিক্ত রোদে পরাস্ত অন্তর
আত্মসমর্পণে ঋদ্ধ তপ্ত অভ্যন্তর।
অভিযাত্রিক-২০২৪