লতায় জড়ানো সোনায় মোড়ানো
আমাদের ছোট দেশ
ছোট ছেলে মেয়ে খোলা মেলা পেয়ে
খেলাধুলা করে বেশ।
দেশের মাটিতে ঘুরিতে ফিরিতে
খুশি হয়ে যায় মন
খোলা মেলা মাঠে ভালো লাগে হেটে
নিরিবিলি নিরজন।
সবুজ ঘাসের সোনালী আঁশের
সম্পদ রয়েছে দেশে
চিক চিক করে সারা মাঠ ভরে
ফসল পাকার শেষে।
নদী নালা বিল করে কিলবিল
ছোট বড় কত মাছ
ফুলে ফলে বেশ ভরে আছে দেশ
অগোছালো সব গাছ।
আদরে সোহাগে মনের চেরাগে
দেশটিতে গড়ে উঠা
সহজ সরল ভুবনে বিরল
বিশ্বে পেয়েছে প্রতিষ্ঠা।
বাড়ি ছেড়ে একা ধুলোবালি মাখা
সোনার দেশের ছেলে
হাবুডুবু খেলে ছোট ছেলেপিলে
নদী নালা খালে বিলে।
বাস করে তারা গ্রামের চেহারা
ছোটখাটো কুঁড়েঘর
ধান পাট চাষ শান্তির আবাস
ধান ফসলি চত্বর।
দেশটিতে বেশ হৃদ্যতা অশেষ
তুলনা দেবার নয়
আসি বলে যায় ফের আসিবার
আমন্ত্রিত হয়ে রয়।
যাই বলে কেহ নেয়-না বিদায়
অমঙ্গল হয় তাতে
আসি বলে তাই চলে যেতে হয়
আশীর্বাদ থাকে সাথে।
#reza ৪/১-২০২১