ভোরের বেলা গাইছে গান
পাখির গানে মধুর তান
আনন্দে মন ভরলো প্রাণ
ভোরের পাখির মিষ্টি গান।
কোথায় পেলো এমন সুর
গানের গলা মিষ্টি মধুর
গানের সুরে হলাম চুর
বসে আছিস অনেক দূর।
মধুর সুরে দিলি জাগিয়ে
আজ সকালে ঘুম ভাঙিয়ে
ঘুমে সবে গুঙ্গিয়ে গুঙ্গিয়ে
সূর্য তিলক দিলি লাগিয়ে।
তোর ঘুমটা ভাঙলো কেন
জানব না তা আর এখন
তুই-ই জানিস সঠিক ক্ষণ
ঘুম ভাঙ্গা মোর প্রয়োজন।
ভোরের বেলা রঙিন প্রভা
মন ভুলানো নন্দিত শোভা
চোখ জুড়ানো তৃপ্ত আভা
তোর আছে বিরল প্রতিভা।
সরল মনের ডাকা-ডাকি
আমরা সবে ঘুমিয়ে থাকি
তুইতো ছোট্ট একটা পাখি
পাখিরে তোর দারুণ আঁখি।
সূর্য এখন দিয়েছে উঁকি
আঁধার হবার নেই ঝুঁকি
চারিদিকে সব হাঁকাহাঁকি
ভোরের আলোয় ডাকাডাকি।
চোখের পাতায় ঘুমের রেশ
পাখির ডাকে কাটলো বেশ
রাত্রি এখন হয়েছে শেষ
দূর হয়ে যাক রাতের ক্লেশ।
#reza ১৫/১২-২০২০, সুইডেন