মুক্তি সেনারা মনের কিনারা
জুড়ে আছে অবিরত
যুদ্ধের মাঠে এই পথে ঘাটে
হয়েছিল হতাহত।
সঙ্গত কারণে যুদ্ধ ময়দানে
মায়ের আদুরে ছেলে
বীরত্বে প্রতীক নির্ভয় নির্ভীক
সাহসী বাংলায় মেলে।
স্বল্প প্রশিক্ষণে সুতীক্ষ্ণ প্রেক্ষণে
ঝাঁপিয়ে পড়েছে তাঁরা
জীবন বাজিতে বুলেটের ক্ষতে
তাজা প্রাণ দিলো যাঁরা।
সহজ বিষয় নয় ওরে নয়
নয়টি মাসের কষ্ট
তুচ্ছতার সাথে আতঙ্কের দিন
করে দেই আজ নষ্ট।
কুলের কলঙ্ক জাতির আতঙ্ক
শত্রুর সাথে আঁতাত
নিধন বুদ্ধিতে শত্রুদের সাথে
রেখেছিল হাতে হাত।
এতদিন পরে আজো অকাতরে
ষড়যন্ত্র চলে তলে
জেনে রেখো বাছা সব পরগাছা
দূর করা হবে বলে।
এই খাই খাই পাবেনা রেহাই
খবিসের দল যত
দেখবে তোমরা দামাল সেনারা
সপ্রতিভ অবিরত।
সকল শত্রুর অস্তি হবে দূর
বাংলার মাটি থেকে
মর্যাদা রক্ষায় মন্ত্রণা দীক্ষায়
সতর্ক থাকি বিবেকে।