পথ ভুলে বুনো হাঁস উড়ে চলে যায়
চেয়ে দেখি পথ পানে দেখে না আমায়,
পাখিদের ঝাঁকে ঝাঁকে
জীবনের আঁকে বাঁকে
সবুজ বনানী হাতছানি দিয়ে ডাকে।
বনানীর পাশে বসে মিশে যায় মন
উপভোগ করে যাই ঘন কালো বন,
শিয়ালের হাক ডাকে
প্রাণ মন ভরে থাকে
কিচিরমিচির ডাকে পাখি ঝাঁকে ঝাঁকে।
বসে বসে পাখিদের ভালোবাসা দেখে
কোথা যেতে মন চায় বনানীকে রেখে,
ঝরা পাতা বলে দেয়
ভালোবাসা কেড়ে নেয়
আমুদে মনের রেশ সজীব ছোঁয়ায়।
সজীব সবুজ বনে ভালোলাগা ক্ষণে
বুনো গাছে বসে ডাকা পাখির কুজনে,
নিজেকে হারিয়ে খুঁজি
আবরণে মাথা গুঁজি
বনানী উজাড় করে খুঁজি রুটি রুজি।
বুনো পাখি বন খুঁজে হয়রাণ হয়
বনানী উজাড় করা কভু ভালো নয়
যতটুকু পারা যায়
নিজ নিজ প্রচেষ্টায়
রক্ষণাবেক্ষণ হোক সারা দেশটায়।
#reza ১২/৩-২০২১