একান্ত মনের চাওয়া
জীবনে একটু পাওয়া
যেন হয় প্রিয় দয়াময়
প্রার্থনা তোমার দুয়ারে
ঈমানের সাথে কবরে
যেতে চাই তোমার দয়ায়।
সহসা রাখিয়া স্মরণে
রহিয়া জীবনে মরণে
সান্নিধ্যের কামনা অন্তরে
আকুল মিনতি জানাই
আমাদের প্রার্থনা তাই
পাই যেন সদা অভ্যন্তরে।
আসক্ত তোমার লাগিয়া
নীরবে জাগিয়া ডাকিয়া
আরজি তোমার দরবারে
সানুনয় প্রার্থনা করি
একমাত্র দয়া তোমারি
ক্ষমা করে দিও পারাপারে।