মন যবে বলে কথা মত চলে
তোমাকে পাওয়া যায়
চলি তবে তাই যেন সদা পাই
ওগো প্রিয় দয়াময়।
দিন চলে যায় ডাকি নি তোমায়
নিজের মতন করে
সব কিছু ভুলে দুটি হাত তুলে
ডাকি, দয়া কর মোরে।
সারাটি জাহান দিয়ে মন প্রাণ
তোমাকেই ডেকে যায়
প্রিয়তম খোদা ডেকে যাই সদা
ক্ষমা করো করুণায়।
আরাম আয়েশে সুখের বিলাসে
ভুলে থেকেছি তোমায়
তুমি বিশ্ব স্রষ্টা ওগো সর্ব দ্রষ্টা
মার্জনা করো আমায়।
তোমাকেই চাই যেন কাছে পাই
আমার সকল কাজে
নিমীলিত আঁখি মুগ্ধ হয়ে থাকি
দিবস রজনী মাঝে।
তব দরবারে স্তুতি অকাতরে
তোমার তুলনা নাই
সর্বশ্রেষ্ঠ প্রভু ভুলিব না কভু
তোমাকেই শুধু চাই।
#reza ১৬/৪-২০২০