অর্থের ছড়াছড়ি
সুখের কাড়াকাড়ি
অরাজকতা চারিদিক
অন্যায় অপরাধে
চরিত্রে বাঁধ সাধে
সব কিছু অস্বাভাবিক।
এমনি হালচাল
হতে হয় নাকাল
অপ্রত্যাশিত দুরাবস্থা
দ্বিধান্বিত জীবনে
প্রাণের সঞ্চারণে
নিঃশেষিত হয় আস্থা।
মাতাল কিম্বা মেকি
বিচ্ছিন্ন হতে দেখি
অসহায় জীবনযাত্রা
কেটে যায় জাবর
খাতক যাযাবর
অন্যায্য ছুঁয়ে যায় মাত্রা।