তোমাকে দেখছি বলে যাওনিতো চলে
ভালোলাগা ছিল বুঝি মনের অতলে।
ডুবেছিলো ভোলা মন তোমাতে তখন
বিচলিত হতে হলো তাকালে যখন।
আশু কম্পিত হৃদয় যেমনি তন্ময়
প্রদীপ্ত চঞ্চল আঁখি হলো হিরণ্ময়।
স্বর্গীয় দীপ্তির আভা আকাশের চাঁদে
ভালোলাগা চোখ দুটো পড়ে গেল ফাঁদে।
নিরাভরণ মুগ্ধতা ছোঁয়া দেয়া ক্ষণ
শুভ্রতার আবরণে ভিজে গেল মন।
মনের খোরাক নিয়ে শান্তি দেয় দোলা
সেই থেকে আর কভু যায়নি তো ভোলা।
তৃপ্তির বৃষ্টিতে ভেজা আমেজে মাতাল
ভরে গেলো শিহরণে নিরালা চাতাল।
পলকে ঝলক দিয়ে রাঙানো হৃদয়
ভাবনায় ভরে আরো হলে মায়াময়।