এক তোড়া ফুল নিয়ে সুমুখে দাঁড়িয়ে
অধীর আশায় থাকে। মেয়েটি সেথায়
ফুলের তোড়াটি নেয় হাতটি বাড়িয়ে।
আশাতুর দৃষ্টি মেলে মুগ্ধ হয়ে যায়।
একমাত্র ভাবনায় তৃপ্ত আদলের
প্রতিবিম্ব প্রকাশিত হয়ে উঠে তার
চেহারায়। ফুটে উঠে আজ বিকেলের
সকল কল্পনা জুড়ে আশা ছিল যার।
জীবন চলার পথে দেখে দেখে শেখে
বিরামবিহীন চলা কেটে যায় বেলা
শঙ্কা মনে অন্য কিছু নেয় ফুল রেখে।
ফুল বিকি কিনি করে কাটায় একেলা।
সুতীক্ষ্ণ ধারালো দৃষ্টি আড়ালে লুকানো
ব্যথাতুর জড় আশা যায়না বুঝানো।