হৃদয়ে লেগেছে আগুন,
ক্ষত বিক্ষত জগৎ মন্দির।
ধর্মের সাথে কর্ম বিফল,
প্রেমিক আমি হয়েছি পাগল॥

তোমরা যারা প্রেম জানো না,
আছো তারা ভালো,
জল ঝড়িয়ে আমার জনম গেল॥

প্রেম নগরের এতো রীতি,
মান ঈজ্জত তাতে দিয়েছি।
পরেছি এমনও ফাঁসি,
ধ্বংস করলাম মন সরল॥

মন আমার কাঁদে নৃপতি,
তোমায় না একদিনও দেখি।
যদি তোমায় না পাই (প্রাণনাথ),
বিফল হবে আমার জনম॥