আমি হ্যামিলনের সেই বাঁশীওয়ালা নই,
যার সুরে যাদু আছে;
তুমি কি আসবে আমার কাছে?
আমার মধ্যে তেমন আকর্ষন নেই,
যেমন আছে সাগরের, তাইতো নদী ছুটে
চলে তাঁর পানে, সকল বাঁধা অতিক্রম করে।
তুমি কি আসবে তেমন আকর্ষনে?
অস্থির আত্মার আর্তনাদ! অশান্ত ঝড়ে ক্লান্ত কায়া;
সাধু যেমন সঁপে দেয় প্রান, তার মাসুকের তরে!
আমিও দিয়েছি আমাকে তোমাতে!
তুমি কি আসবে তোমাকে আমাতে বিসর্জন দিতে?
তোমার তীব্র অহংবোধকে চোখ রাঙিয়ে,
দিন শেষে ঘৃনার দুরত্ব ঘুচিয়ে;
ফিরে কি আসবে, এক বুক ভালবাসা নিয়ে?
বহু বছরের ক্লান্ত পথিক আমি,
বসবে কি পাশে, ছাঁয়া হয়ে?
পাশে থাকবে কি বলো, মমতাময়ী হয়ে?
কথাতে আমার সুর ঝড়ে না,
অনেক প্রহর আমি কথা বলি না!
আমার না বলা কথা, তুমি কি শুনবে?
রুপালী চাঁদের, রুপালী আলো,
রুপালী করে পৃথিবীকে!
আমি রুপালী আলো গায়ে মাখবোনা?
তোমার রুপালী মুখ না দেখলে!
তুমি কি আমায় তোমার বুকে জড়িয়ে রাখবে?
তুমি ছাড়া আমার স্বপ্নগুলো অর্থ ছাড়া,
তুমি ছাড়া জোছনা যেন ঘুটঘুটে অন্ধকার!
তোমাকে ছাড়া আমার এক মুহুর্ত ও চলবেনা!
তুমি কি আসবে, আমাকে জীবন্ত করে তুলতে?