হৃদয়ের ঝড়ে-
নিভে গেছে আলো !
মহা সাগরের বুক খালি।
মসজিদে প্রার্থণা!
মন্দিরে আরাধনা!
অসহায় কাকুতি, মিনতি।
আবেগ বিলিন!
ফুসফুসে জমা নিকোটিন!
চাতকের নিরুপায় চাহনি।
মেঠো পথে ঢেউ তোলে,
পায়ের শব্দ! নূপুরের ছন্দ!
যেন পৃথিবীর রানী।
অবাধ্য এলোমেলো চুল,
নাক, ঠোট, নান্দনিক ঐশ্বর্য!
নয়ন তারা অদ্ভুত মায়াবী।
প্রতিক্ষণে ভ্রান্ত, মায়া,
বালিকা; আমার প্রথম প্রেম!
হয়নি বলা, ভালবাসি।