ফাগুন হাওয়ায় পাখির কলতানে,
বাউলের পাগল করা প্রেম সুরে।
হলুদিয়া সাঁজে কুহু কুহু গুঞ্জনে,
বন্দি হবে কি প্রিয়, মন পিঞ্জরে?
লাল কৃষ্ণচুড়ার রক্তিম আবরণে,
পলাশ, শিমুলকে চোখ রাঙিয়ে।
খোঁপায় তারার ফুল, উচ্ছাস ভরা প্রাণে,
নবপ্রাণ দিবে কি প্রিয়, বসন্ত ঘ্রাণে?
বসন্ত যায় বসন্ত আসে,
কৃপা না ঝড়ে ঋতু রাজের মনে।
প্রাণ বর্ণহীণ, সাদা কালো স্বপ্নে,
রাঙাবে কি প্রিয়, বাসন্তি রঙে?
অপেক্ষা জন্ম থেকে জন্মান্তরে,
প্রকৃতিতে মিলনের সুর বাজে।
ফাগুনের রাজকীয় আগমনে,
মিলন হবে কি প্রিয়, এই বসন্তে?