ব্যাকুলতায় চোখ দিয়ে,
জল ঝরে অবলীলায়।
জীবন তো ঝরা পাতা নয়,
প্রতিক্ষা বড় বেদনাময়।
নিরুত্তাপ এক তরফা ভালোবাসা
হয়তো অন্ধকার সরল রেখায়।
মন দিয়ে বিশ্বাস করা যায়,
বৃষ্টির অপেক্ষা উষ্ণতা ছড়ায়।
সময়ের নিয়মে চলে পৃথিবী,
অপেক্ষা আর প্রতিক্ষা এক নয়।
বন্ধু বা স্বজনের অপেক্ষা করা যায়,
সময় স্থীর শুধু প্রিয় কারোর প্রতিক্ষায়।
প্রকৃতিতে হাহাকারের ধ্বনি,
পাহাড় ভালবেসে ঝর্ণা ঝড়ায়।
ভালবাসা শুধু ভালবাসা দিয়ে যায়,
সে জানে দিন কাটে যার কারো প্রতিক্ষায়।