একটি কবিতা লিখবো, কারো চোখ দেখে,
যার ঠোঁটে রঙের কাঠির রঙ হালকা ছুঁয়ে থাকবে,
আলসেমিতে পরে থাকা মিঠে রোদে
ভবিষৎ পিছু নিবে যার লাল ওড়নার পিছনে।
পরন্ত সময়ে যার শরীরে মৃতপ্রায় শরীর রাখবো,
পাগল হবো তৃষ্ণার্ত ঠোঁটের ত্রিসীমানায় যার নিঃশ্বাসে,
আস্ফালিত বুকের ভিতরে ধ্বংসস্তুপের মত দীর্ঘশ্বাস,
সরে যাওয়া মুহূর্তরা পাগল হবে যার প্রেমে।
যার কালো চুলে পৃথিবীর ভবিষৎ দেখা যায়,
পঞ্চজ্ঞান শানিত হবে রেশমি ত্বকের ছোঁয়াতে,
শেওলা রঙের শাড়ির পাড়ে জীবিত করবে প্রেম,
যার যাদুতে মৃত্যুর স্বাদ ভোতা হয়ে আসবে।
অনন্ত আগামীর পথ চেয়ে চাতক পাখি,
একটা ছায়া খুঁজি সময়ের বুকে বিশাল মরুভূমিতে।
ফেলে রাখা সময়ের ফিস ফিস, বেঁচে থাকার শেষ ইচ্ছা,
রঙে রঙিন জীবিত প্রবাহে, নিয়মিত রক্তক্ষরণ হৃদয়ে।
জীবন হারায় বদলায় না অস্তিত্ব পুড়ে যাওয়ার ভয়,
যাকে জড়িয়ে ধরে বাঁচবার তাগিদে পুড়ছি নিজে।
স্মৃতিরাও আজকাল বেঈমানি করে বেড়াচ্ছে,
খুঁজে ফিরছি তাকে, যে প্রেম বাঁচার ইচ্ছাটা জাগাবে।