মন আমার নাই মন মাঝে
কৃষ্ণকলীর সরল হাসিতে,
আঁকা_বাঁকা তার চলন দেখিয়া
পাঁজর ভাঙার ব্যাথা লাগে প্রানে।
কি অপরুপ তার রুপের ঝলক
মরিলাম সখি সেই অমৃত বিষে,
জীবন এখন ভালো লাগেনা
তাকে দেখিতে মন চায় দিনে রাতে।
এমনও জ্বালায় সখি জ্বালাইলো আমায়
ভালো লাগে না এক মুহুর্ত না দেখিলে তাকে,
কেউ আমায় করো সাহায্য, বলো কোন উপায়
কোথায় আছে কৃষ্ণকলী, থাকে কোন গলিতে।