নিয়ম করে হচ্ছে অনিয়ম,
ভালো কাজে বিরোধ বেজায়,
ধর্ষণ, হত্যা সবই হয়,
আলোকিত পাঠশালায়।
অন্যায়কে কেউ, না করে না।
বিবেক, তুমি প্রশ্ন করোনা।
অশ্লীলকে ভাবছে শীল,
ঘুষ ছাড়া দেয়া যায় না বিল।
আইন চলছে আইনের গতিতে,
রক্ষকই ভাঙে তা’ বিনা শপথে।
অন্যায়কে কেউ, না করে না।
বিবেক, তুমি প্রশ্ন করোনা।
আধুনিকতার নামে বেহায়াপনা,
পোষাক দিয়েও ঢাকেনা লজ্জা।
দায়ে পরে হতো আগে পতিতা,
এখন, চাকরিতেই লাগে এটা।
অন্যায়কে কেউ, না করে না।
বিবেক, তুমি প্রশ্ন করোনা।
ফেসবুক টাইমলাইনে নীতি কথা,
ইনবক্সে মিটায় যৌনাকাঙ্খা।
প্রতিবাদও হয় ওখানে লিখে,
মাঝে মাঝে ছড়ায় রাজপথে।
অন্যায়কে কেউ, না করে না।
বিবেক, তুমি প্রশ্ন করোনা।
পবিত্র সম্পর্কে কলঙ্কের ছায়া,
ছাত্রীর দেহ, শিক্ষকের কামনা।
লোক দেখানো চলছে সামাজিকতা,
কুকুর খাচ্ছে ভবিষ্যত মানবতা।
অন্যায়কে কেউ, না করে না।
বিবেক, তুমি প্রশ্ন করোনা।
বেশ চলছে মোসাহেবি,
তৃপ্তির ঢেঁকুর তুলছে নৃপতি।
চুনোপুটির কেলেঙ্কারি ধরে,
নীতি বাক্যের ফুলঝুঁড়ি ছুটাচ্ছে।
অন্যায়কে কেউ না করে না।
বিবেক, তুমি প্রশ্ন করোনা।
ভাবছেন জনাব, আপনি করবেন না,
ভুলেও তা মনে আনবেন না।
চুপ করে আছেন, তাই থাকুন,
বোবা সাজুন, তার কোন শত্রু নেই।
বাঁচবেন আর ক’দিন, তার চে’ বরং
পৃথিবীটা ঘুরে আসুন,
বাস্তবতার রুপ পাক কবির, কবিতা।