কা‌লো কু‌ঞ্জে, কা‌লো ছাঁয়া,
আ‌লো সে তো মরী‌চিকা!

কা‌লো মন, কা‌লো‌তে সারা!
আ‌লো-আঁধা‌রি, খেলে খেলা!