আয়রে প্রিয় হৃদয়ে আয়,
থেকে যা মোর মন কাবা’য়॥
প্রেমিকের ডাকে সাড়া দিয়ে,
অমর করো প্রেম এ দুনিয়ায়॥

যেতে যেতে বেলা যে যায়,
অনুরাগে নিশি নিদ্রা পালায়,
আশার অগ্নি নিভে সে যায়,
দাগ রয়ে যায় অনুভবের শিরায়॥

গগন ছাড়া বর্ষন কি হয়,
ঝর্ণা বিনে নদী কি বয়,
আত্মা ছাড়া দেহ কি রয়,
আশেকে মাশুকেই প্রেম সে হয়!॥

প্রিয়, তোমার প্রেমিক যে হয়,
বাদশাহ থেকেও দামি সে হয়,
প্রেমে তোমার এমনই হয়,  
আসল নকল চেনা যে দায়॥