লাগে না কিছুতে মন, শুধু নির্জলা বিকর্ষণ!
বিতৃষ্ণা হৃদ- আকাশে, পাখির ঠোঁটে গোলমাল!
ব্যাকুলতা আলিঙ্গন ছেড়ে, পথ জনশূন্য, অচেনা ভীষন।
নির্জনতা; স্মৃতির অতলে তলিয়ে! জীবন জ্বালাতন!
দুঃস্বপ্নগুলো দিবারাত্রি তাড়া করে,
চোখের মায়া, ভালবাসা অন্ধকার!
চাঁদের রূপালী জোছনাতে মেলেনি ঠাই,
দীঘল ছায়ার মতো আলো মূল্যহীন!
সূর্যের উষ্ণ রশ্মিতে মধুর মিষ্টি ঠোঁটের শব্দ,
জ্যোৎস্নার উজ্জ্বল ঢেউ তোলে কণ্ঠ স্বর!
নিবিড় অরণ্যের বাঘিনী; ভালোবাসতে
এসো, অপেক্ষায় আকাশছোয়া রূপালি পাহাড়!