তোমার চেহারা যখন মলিন,
আকাশ থাকে মেঘলা!
তুমি যখন হাসি দাও,
বসন্ত আসে নিয়ে প্রভা!
ষড় ঋতুর বৈচিত্র নিয়ে;
তুমি আমার বসুধা!
তোমার বিষন্ন চেহারা,
ছন্নছাড়া হয় আমার কবিতা!
তোমার দ্যুতি আমার ঈপ্সা,
মনে জাগায় বিপ্লবের চেতনা!
না থাকলে তোমার মুখের প্রসন্নতা;
ধরণীতে বাজে যুদ্ধের দামামা!