প্রিয়তমেষু,
গোলযোগের মাত্রা দিন দিন বেড়েই চলছে,
ছন্দ-তালবিহীন আচ্ছাদিত যান্ত্রিক জীবন।
বাঁকা পথে, স্বল্প আলোয়, অঙ্ক মিলবে বিপ্লবে!
শুভ্রতায় আবতার, বিলায় শান্তির সন্ধান!

বৈশ্বিক জল্লাদ, মানব বধ করে আহ্লাদিত!
উম্মাদ-উলঙ্গ, নিরন্নের দেশে বিলাসি রণ।
আলো-অন্ধকারে কলম সৈনিক, বিভ্রান্ত তরী,
ধরণী-বিজয়ের নেশায় স্বপ্ন বেঁচে তরুন!

নীল ডায়েরীতে তুমি ব্রাকেট বন্দী প্রিয়তমা,
প্রেমময় বন্ধন দিন দিন বাড়াচ্ছে দূরত্ব!
তোমাকে দেয়ার মত একটা পৃথিবী গড়বো!
গুড়িয়ে দিতে এসেছি সামন্তদের ময়দান।