প্রিয়তমেষু,
তোমাকে পত্র লেখার ফুসরত নেই,
শব্দের গোলযোগ, ভাষার বিকৃতিতে,
মর্টারের গোলার মত কবিতা ছিলো,
তোমাকে উৎসর্গ করা হয় নি, ফাল্গুনে।

প্রকৃতিতে লেখার উৎসব চলছিল,
কিছু অপচিন্তার থাবায় হারিয়েছে,
রঙ ধরেছিল কি না জানা যায় নিতো,
তবে শেষ হয়েছে ঘাতকের আঘাতে।

শেষ তোমাকে এক বার দেখেছিলাম,
লাল রক্তজবার বায়না ধরেছিলে,
প্রিয়তমা, দিতে পারিনি, ছিল না তাই,
আজ দেখো চারিপাশে ফুল, রক্ত রঙে।