*মা*

ভোলা কি যায় নাড়ীতে শিরায় হাড়ে-মাসে মা
আছো মায়ের বুকের মাঝেই থামাও কান্না!

নাই বা মা থাকল পাশে
তাতে কি বা যায় আসে

মায়ের আশিস ভালবাসা
আছে তোমায় ঘিরে –

শরতের ওই নীল আকাশে
বসন্তের এই মধুমাসে

মায়ের গাওয়া ঘুম পাড়ানীর
সুরটি আসে ফিরে।

আমি আজো দুচোখ বুঁজে
বেড়াই আমার মাকে খুঁজে

চন্দ্র সূর্য তারার মাঝে
মায়ের ছোঁয়া পাই -

মায়ের গন্ধ, মায়ের আঁচল
মনকে আজো করে পাগল

স্বপ্নে আমি আজো
আমার মায়ের কাছে যাই।