একটু ভূমিকা; লেকের জলে একটি লোককে দেখলাম একা একা  নৌকো চালাচ্ছে … একটা ছবিও তুললাম। লোকটিকে দেখতে দেখতে কতগুলো অর্থহীন শব্দ মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। কোন কিছু না ভেবেই শব্দগুলো ফোনে লিখছিলাম।
এখন সেই শব্দগুলোকে  নিয়ে খেলাচ্ছলে একটু সাজাতে গিয়ে একটা অর্থহীন শব্দের মালা গেঁথে ফেললাম।

অর্থহীন শব্দের মালা

নীল
সাদা
জল
একা

মেঘ
রোদ্দুর
দু:খ
মাখা ।

আদুল
গায়ে
দাঁড়
বেয়ে
যায়
রোগা
একটা
লোক -

তার
খালি
পেটে
ভর্তি
খিদে
হাড়
পাঁজরে
শোক।

আমি
থাকি
মেঘের
কাছে
জলের
থেকে
দূরে
করি
দু:খ
বিলাস
ভর্তি
পেটে
কুলুপ
এঁটে
দোরে।

চোখের
জলে
ভাসিয়ে
দু বুক
শব্দ নিয়ে
খেলা -

সবই
চলে
ভরা
পেটে
সকাল
সন্ধ্যে
বেলা।

আঁকড়ে
ধরি
হিসেব
নিকেশ
চেক বই
পাশ বই -

এক
চিলতে
স্মৃতি
চিক চিক -
জীবনটা
থই থই।

যক্ষের
ধন
আগলে
রাখি
দেনা
পাওনায়
ডুবি -
খেরোর
খাতা
খাগের
কলম
হিসেবের
জলছবি।

ব্যলান্স
সীটে
ডেবিট
ক্রেডিট
ডবল
লাইন
নীচে -
অর্থ হীন
শব্দ-স্মৃতি
টানে
জীবনটাকে
পিছে।