অন্ধকারময় রাত্রিতে কিছু আঁকড়ে ধরার চেষ্টা।
তুমি স্বেচ্ছায় বাড়ালে হাত।
টালমাটাল আমি নির্ভরশীল তোমার প্রতি,
ছোট্টো একটি বিন্দু থেকে ক্রমশ উজ্জ্বল তোমার অস্তিত্ত্ব আমার জীবনে।

আমার স্বপ্ন দেখার প্রহর শুরু,
কোনো এক অজানা কারনে তোমার চক্ষুশূল আমি,
তুমি অন্য পথের খোঁজে সন্ধানী এক নতুন মানব।
বিন্দু তার আকার গড়তে লাগলো।

আমি আসহায়.. নিজের প্রতি,
দুর্বল তোমার প্রতি।
কোনো এক শক্তিকে সর্বশক্তি ভেবে তার আরাধনা করি,
ভালোবাসার দোহাই দিয়ে তোমায় বেঁধে রাখার চেষ্টা করি
জর্জরিত করি নিজেকে প্রশ্নে
এভাবেও ভুলে যাওয়া যায়?

বিন্দু ক্রমশ ধাবমান বৃত্তের দিকে,
দুজনের কাছে আসা, সুখ দুখের গল্প আর ভালোবাসার অঙ্গিকার।
সেসব তোমার অতীত, কিন্তু আমার সঞ্জিবনি
আর নিজের মনকেই তিলে তিলে হত্যা করা এক হত্যাকারি আমি।

তুমি নির্বাক, নিজের সন্ধানে মত্ত এক নতুন আবিষ্কারক।
আজ দুটি ভিন্ন শহরে নিজের বৃত্তে তুমি, আমি..
চেনা থেকে অচেনা হওয়ার বৃত্ত আজ পরিপূর্ন
হ্যাঁ মানলাম্, এভাবেও ভুলে থাকা যায়।