কুয়াশাচ্ছন্ন সে সকাল
রোদ মুখ লুকিয়ে মেঘের আড়াল
বসন্ত কোকিলটাও আজ চুপ,
ডাকছেনা হলদে রাঙা বদ্রি
বিষন্নতা ছেয়ে আছে চারিদিক।
আলশে ঘুম চুরি করেছে উত্তুরে হাওয়া
তবে কি কাল-বোশেখি?
সেতো বিকেলের অতিথি
রোদ কে বিদায় জানিয়ে তার আসার কথা।
আজ না জানিয়ে হটাৎ কেন?
উত্তরটা নিজেই দিলে এক দমকা বাতাশে,
কেন? আমি কি পর?
না বলে এসেছি বলে কাছে টেনে নেবেনা?
দেতো হাসি দিয়ে ভুল কুবুল।
তবে তাই এসো আমার দুয়ারে,
আপন করে নেব টেনে...
বসন্ত.. তার তো এখন যে যাবার সময়।।