যে ফোন আসার কথা ছিল, সে ফোনটা আসেনি ।
আশায় আশায় ফোনের পাশে
ঘুরঘুর মন মুচকি হাসে ।
মুঠোফোনের ইস্তেহারে
হাজার মেসেজ; ফোনও আসে ।
উজান বেয়ে যার ভাসার ছিল, সে তরী আর ভাসেনি ।
যে ফোন আসার কথা ছিল, সে ফোনটা আসেনি ।
সকাল দুপুর বিকেল পুড়িয়ে
সূর্য ডোবে রক্তপাতে ।
বুকের মাঝে আঁধার নিয়ে
ফিরল আকাশ শূন্য হাতে ।
বিষাদ ভেজা বিছানাতে
ক্লান্ত নিশি জলে ভাসে ।
জোছনায় যার ভাসার ছিল, সে চাঁদ আলোয় ভাসেনি ।
যে ফোন আসার কথা ছিল, সে ফোনটা আসেনি ।
আশায় বাঁচা , বাঁচায় আশা
অপেক্ষাতেই প্রেমের ভাষা ।
মিলন সে তো সর্বনাশা ।
তৃষ্ণা ছাড়া ‘সে’ বাঁচেনা ।
তাই যারই আসার কথা থাকুক, সচরাচর সে আসেনা ।
যে ফোন আসার কথা থাকে, সে ফোনটা আর আসেনা ।