জন অরণ্য পথে
দেবতা চড়েন রথে
হাত বেনামী রথ টানে হাত ।
পথের দুধারে চোখ
অস্ত্রের দাঁত – নখ
ধর্মের নামে পিছু টানে রাত ।
নেতার কক্ষপথে
ভোটের শাক নটে
লাশ মিছিলের দেহ মানে লাশ ।
ভুখা মানুষের দল
জোর গলাতেই বল
ভাত দু মুঠো পেট চায় ভাত ।
রাম নবমীর ঝড়ে
হনুমানের লেজ নড়ে
নাচ বাঁদরের চলে জোর নাচ ।