এমন অনেক - কথাই ছিল, যা বলা হল না ।
এমন অনেক – পথই ছিল, যা চলা হল না ।
এমন অনেক – স্মৃতিই ছিল, যা মনে এলো না ।
এমন অনেক – স্মৃতিই ছিল, যা ভোলা গেলো না ।
কথায় কথায়, তাই অনেক কথাই বলা হলো না।
এমন অনেক – কথাই ছিল, যা শোনা হল না ।
এমন অনেক - স্বপ্নই ছিল, যা বোনা হল না ।
এমন অনেক – আঁধার ছিল, যা মুখে এলো না ।
এমন অনেক – আলোই ছিল, যা চোখে এলো না ।
আলোয় আলোয়, তাই অনেক আলোই দেখা হলো না ।
এমন অনেক – জীবনই ছিল, যা বাঁচা হলো না ।
এমন অনেক – আশাই ছিল, যা ভাষা পেলো না ।
এমন অনেক – ঘরই ছিল, যা বাসা হলো না ।
এমন অনেক – প্রেমই ছিল, যা ভালোবাসা পেলো না ।
আশায় আশায়, তাই অনেক আশাই পূরণ হলো না ।
এমন অনেক – কথাই ছিল, যা ভাবা গেলো না ।
এমন অনেক – পথই ছিল, যা দেখা হলো না ।
এমন অনেক – মুখই ছিল, যা ছবি হলো না ।
এমন অনেক – কাব্য ছিল, যা কবি পেলো না ।
পথে পথে ঘুরেও; তাই কোনও পথই সাকিন পেলো না ।