আমার সমাধিতে আমি থাকি না ।
সেখানে ঘুমাই না আমি ।
তুমিও সেখানে যেওনা জেনো -
তোমার চোখের জল দামী ।
আমার শরীর নদীর স্রোত
বয়ে গেছে বহু দূর ।
নীল সাগরের বালির বুকে
সফেদ ফেনার চূড় ।
ভোরের হাওয়ার মৃদু স্রোতে
তোমার চুল ছোঁয়া ।
রাতের তারার নরম আলোয়
বিনিদ্র জেগে শোয়া ।
তারার আলো মিটিমিটি
অনুভূতির সুর ।
শিশির ভেজা ঘাসের বুকে
নরম রোদ্দুর ।
পড়ন্ত জলের বিন্দু আমি
তোমার ভেজা চুলে ।
বুকের মাঝে ভালোই আছি
স্মৃতিতে যাইনি ভুলে ।
এখন আমি দূরে নয়
তোমার কাছেই থাকি ।
মরে গিয়েও জীবনটাকে
দিব্য ধরে রাখি ।
তাই, আমার সমাধিতে কেঁদো না তুমি
সেখানে ঘুমাই না আমি ।
চিতা বা কবর – সমাধিতে নয় -
আছি, তোমার মাঝেই আমি ।