সেই সময় ও আজ –
এই দুইয়ের মাঝে
কিছু পুরনো চিঠি ও
কিছু দিকভ্রান্ত শব্দ
সেতু হয়ে রয়ে গেছে ।
প্রবেশ করলেই অন্তর্লীন ।
প্রাপ্তি ও অপ্রাপ্তি –
এই দুইয়ের মাঝে
মসীবর্ণ জীবন ও
দুঃখ – সুখের রামধনু -
অশ্রুর মাঝে রয়ে গেছে ।
অন্তঃসলিলা চোখেই বিলীন ।