চেতনাজাত ভাবনাগুলো উদ্বাস্তু
একবার ভেসে ওঠে , আবার মরে যায় ।
যেন সমুদ্রের ঢেউ ।
কোনোভাবেই ধরা যায় না ।
শব্দ দিয়ে বাঁধতে গেলেই
অনুরণন ছাড়া কিছুই অবশিষ্ট থাকে না ।
আমারই চেতনা , আমারই ভাবনা
অথচ কি ভীষণভাবে আমার নয় -
প্রথম চুম্বনের মত অনাথ ।
আরও অনেক চুম্বন পেলেও
সারাজীবন কস্তুরীর মতো খুঁজে বেড়াতে হয় ।
কোনোভাবেই আর নিজের মত করে পাওয়া যায় না ।
হে ভাবনা , তুমি আমার হয়েও আমার নয় ।
আবার অন্য কারোরও নও ।
তুমি সমুদ্র মন্থনের হলাহল ।
আর আমি নীলকণ্ঠ ।