এখন সারা রাত শুধু আকাশের তারা গুনি -
ধ্রুব , কালপুরুষ , সপ্তর্ষির সব মুনি ।
ঘুম আসেনা ; শুধু তোমার কথা ভাবি -
সজাগ থেকেও চুরি গেছে, মনের ঘরের চাবি ।
কালো মেঘ ঢাকলে আকাশ; মন খারাপের দিন
মেঘের কাছেই থেকে গেছে চোখের জলের ঋণ ।
ইচ্ছে হয় ডানা মেলে দিই আসীম শূন্য পানে
মেঘ মল্লার মিশতে থাকে ফাঁকা মনের গানে ।
জোয়ার-ভাটা , ভাটির টান; নদীর বুকে চরা
চিল শকুনের ঠোঁটের ক্ষত সহ্য করি, মরা ।
জলের নদী – নদীর জল ; জলের অধিকার
সাগর পানে ছুটতে থাকে, ভাঙ্গতে থাকে পাড় ।
এ কূল – ও কূল দুকূল ভাঙ্গে, ভাঙ্গে মনের ভুল
আমার মুখে জড়িয়ে থাকে তোমার কালো চুল ।
আলো আঁধারি চলতে থাকে , চলে জীবন ভর
জমতে থাকে বেদনার মেঘ, শূন্য মনের ঘর ।
তোমার আঙুলে আঙুল জড়িয়ে হাঁটব অনেক পথ
থমকে গেছে পথের মাঝে জীবন প্রেমের রথ ।
কাছে এসেও দূরে যাওয়া ললাট - ভবিতব্য
জীবন আমার অর্জুন নয় , বঞ্চিত - একলব্য ।