এই ছোকরা, কে তুই ?
গ্রীষ্মের তীক্ষ্ণ রোদ্দুর হয়ে টোকা মারিস
আমার জানলায়, উঁকি মারিস –
এই নির্জন দুপুরে ।
যা, চলে যা ;
যেখানে দুচোখ যায় -
পিচ গলা রাস্তা ধরে সোজা ।
দুপাশে দোকানের সারি
তবু রাস্তা এখন খাঁ খাঁ ।
গ্রীষ্মের দাবদাহে লুকিয়েছে দোকানীরা ।
সকলের চোখ এড়িয়ে তুইও
চলে যা ।
তোর ডাকে সাড়া দেবো না আজ
এখনো বাকি রয়ে গেছে কিছু কাজ ।
তাই তোর ডাকে সাড়া দেব না আজ ।
দেখা দেবো না আজ ।
দেখা পাবি না আজ ।
আমি নিজেই ভ’রে নিয়েছি আঁধার
চার দেওয়ালের মাঝে,
আর গেঁথে নিয়েছি দেওয়াল
আঁধারের মাঝে ।
তাই দেখা পাবিনা তুই আমার ।
আগে বহুবার তোর ডাকে দিয়ে সাড়া
হারিয়েছি নিজেকে ।
আজ শুধু নিজেকে খোঁজার পালা
খুঁজে নেবো দিগ্বিদিকে ।