শুধুমাত্র তাঁর দীঘল চোখে –
আমার একমাত্র অনাস্বাদিত তৃষ্ণা ।
রয়ে গেছে পেয়ালার মুখে
ঠোঁটের অবহেলার ছাপ ।
শুধুমাত্র তাঁর নিষ্পাপ মুখে
অনাবিল হাসির বহুকাঙ্খিত বন্যা ।
ভেসে গেছে খরস্রোতের মুখে
হৃদয়ের সুরক্ষিত বাঁধ ।
শুধুমাত্র একটি ফুলে
অমল প্রেমের করুণা সুধা ।
ঝরে গেছে প্রবল হাওয়ায়
অনিবেদিত পুজার থালা ।
শ্রান্ত দেহ শান্তি খোঁজে
নিথর মাটির গহীন বুকে ।
অতৃপ্ত মনে চির স্থায়ী
অনির্বাপিত বুকের জ্বালা ।