মেঘ বলল; আবার কবে -
তোমার বুকে ভাসব কবে ।
ভিডিও কলের ওপার হতে
আকাশের ডাক নরম শীতে -
গুনগুন মেঘ গোপন সুরে -
কেন তুমি আজ অনেক দূরে ।
নিস্তব্ধতা বেশ কিছুক্ষণ ।
আবার শুরু অনুরণন -
ঠিক যেরকম আষাঢ় রাতে
লাল - বেগুনী বজ্রাঘাতে
কাটিয়েছিলাম আবাস নিশি
আলতো আদর গোপন সাথে ।
আবার কবে – আবার কবে ।
এখন যেমন নদীর বুকে
একূল – ওকুল অতৃপ্ত সুখে ।
কাছে থেকেও অনেক দূরে
কাচের চোখের অন্তপুরে ।
ঠিক যেরকম আষাঢ় রাতে
লাল - বেগুনী বজ্রাঘাতে
কাটিয়েছিলাম গোপন নিশি
আলতো আদর নিষিদ্ধ সাথে ।
আজ এভাবে নদীর বুকে
কাটছে সময় বিষাদ দুঃখে -
আবার কবে, আবার কবে ।
নরম শীতের রাতের ভাঁজে
তোমার বুকের শিশির মাঝে
আলগা আদর, নরম শ্বাসে
ভিজবো আমি, আবার কবে ।
কফি শপের আবছা কোণে
গোপন কথা, কাচের চোখে ।
আবার কবে , আবার কবে ।