সহজ কথা সহজে দিয়েছি বলে
সহজ কথার এমন তো নয় রীতি ।
সহজ কথা বুঝেছে মিথ্যে ছলে
তাই বুকের ভিতর জেগেছে ভয় -ভীতি ।
বোঝার জন্য রয়েছে দশ দিক খোলা
সহজ কথার সুত্র কিন্তু একটি ।
যোগ বিয়োগের সহজ অঙ্ক ভোলা
কষেছ জটিল সুচক ত্রিকোণমিতি ।
জানলায় ছিল নরম আলো চাঁদের
নিভু নিভু তারা সঙ্গ দিল রাতে ।
সহজ পাখি পড়েছে জটিল ফাঁদে
ফাঁদের সুতো ধরা শিকারির হাতে ।