২০১৭তো গেল যেমন তেমন
কোনরকম-মোটামুটি।
সামনের বছর কেমন যাবে , কে জানে?
কথাগুলো নিজে নিজেই বলছিলাম।
শুনেই ২০১৮ বললো,

তোরা না উচ্চবিত্ত!
না নিন্মবিত্ত!
না মধ‍্যবিত্ত!
তোরা নিন্ম মধ‍্যবিত্ত,
যাদের সাধ অনেক,সাধ‍্য কম।
তোদের মিথ্যে অহংকার আছে,
আছে মিথ‍্যে লজ্জা।
তোদের বছর এমনি যাবে।
সব শুনে, হতাশ হয়ে বললাম
তাহলে এর উপায়?

বললো আছে,
উপায় আপাতত একটাই-

হয় ওপরে ওঠো!
নয়তো
নীচে নামো!