যতই থাক করোনা,
কিংবা ফাঙ্গাস মহামারী,
আমি ভয় পাই না!

উত্তাল হোক সাগর,
কিংবা ইয়াস ঝড়ের উন্মাদনা,
হোক না বাড়াবাড়ি
আমি ভয় পাই না!

কিন্তু কেন?

আমি যে তোমার আঙুল ছুঁয়ে থাকি!