সেই ঝর্ণার ধারে,
আমাদের প্রথম সাক্ষাৎ-তোমারো কি মনে পড়ে?
উদাসীন আকাশের মতো চেয়েছিলাম,
দেখছিলাম তোমাকে।
তোমার সাথে চোখাচোখি হোতেই,
মাথা নত হয়েছিল-প্রথমে কার!
তোমার না আমার-এখন তাই নিয়ে  ভাবছি না
ভাবছি-
তুমি তো চলে গেলে,
অথচ সারারাত স্বপ্নে শুধু দেখলাম,
আজ তুমি এসেছিলে।