মান অভিমান বড় বালাই
যা থাকলে জ্বালা
না থাকলেও জ্বালা!

আমার ভুলে, বছরের শেষদিন
আমাদের দুজনের কথা বলা বন্ধ ছিলো।

পরেরদিন,
নতুন সূর্য এসে,
সবাইকে বললো- শুভ নববর্ষ ২০১৮

এই সুযোগে,
চায়ের কাপে চুমুক দিতে দিতে
কাছে এসে শুধু বললাম-

জানিনা বাপু,
১৮তে পা রাখতেই
মেয়েরা এতো অহংকারী হয় কেন?

এরপর জানতে চাইবে,
পরে কি হলো?
তাহলে আমিও বলবো-

কি আবার!

অভিমান গলে জল হোল।