একজন বলেছিল-
ফুলের সুগন্ধও তুচ্ছ তোমার সুগন্ধের কাছে।
একজন বলেছিল-
তোমাকে দেখলে, চাঁদের সুন্দরতাও ম্লান লাগে।
একজন বলেছিল-
ভালোবাসায় সুখের কথা থাকে,
অক্ষর থাকে হাসির আর খুশির।
মেয়েটি আগেই জানতো-
ভালোবাসায় কান্না থাকে!
একজন বলেছিল-
আমি তোমার কান্না মোছার হাত হবো!
ছেলেটিকে এখন আর দেখা যায় না!
মেয়েটিকে দেখি
চুপচাপ কেমন কান্নার মাঝে বসে থাকে।