একজন রং দিলো!
একজন রং নিলো
না বলা কথাগুলো নাভী থেকে বেরিয়ে এসে
স্থির হল চার চোখের কোণে।
দু-জোড়া চোখের মুগ্ধ প্রাপ্তি স্বীকার-
শেষমেশ কিনা,
এই রংই আমাদের কাল হলো!
-------****-------
ভালোবাসা-৪৫
রং নেওয়ার আগে,
মেয়েটির ছোট্ট প্রশ্ন
এই রং খাঁটি তো?
উত্তর আসলো-১০০%
রংতো উপলক্ষ,
মেয়েটি লজ্জাতেই রাঙ্গা হয়ে গেল।