মুখে লেখা ছিল- রং দেবে না!
পড়ে সাবধান হলাম।

হঠাৎ
নজর গেল চোখে!
সেখানে লেখা ছিল- রং দেবে না?

তারপর,
আমার রঙে রাঙা হয়ে-বললো

যাক একজন তো আছে,
যে আমার চোখের কথা পড়লো!!